আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২৭

পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলে আটক

পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ৩টি মাছ ধরা ট্রলার ও এক লাখ মিটার কারেন্ট জাল। বৃহস্পতিবার ভোররাতে লৌহজংয়ের পদ্মা নদী থেতে এই জেলেদের আটক করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিএম সিরাজুল কবীর জানান, আজ বৃহস্পতিবার ভোররাতে তার নেতৃত্বে নৌ-পুলিশের একটি দল মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি ট্রলার ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সকল অসৎ জেলেদের বাড়ি ভোলা জেলায়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

উল্লেখ্য, প্রজজন মৌসুমে মা ইলিশ রক্ষায় ও বংশ বৃদ্ধিতে সরকার ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি, বহন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে।

আরো সংবাদ