নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীসহ তিনজনকে হত্যা অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে দুইজন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুমারদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা বাদল মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
নিহতরা হলেন- ওই গ্রামের কাঠমিস্ত্রি বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম, বাড়ির মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম। আটক করা হয় একজনকে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে ভোরে নাজমা ও তার স্বামী বাদল মিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী ও সৎ ছেলেকে কুপিয়ে আহত করে বাদল। চিৎকার শুনে বাড়ি মালিক তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম এগিয়ে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী নাজমা ও বাড়িওয়ালার স্ত্রী খুন; স্বামী বাদলকে আটক করেছে পুলিশ।