চার লেন হচ্ছে পালবাড়ি-মুড়লি জাতীয় মহাসড়ক। এ লক্ষ্যে যশোর শহরের পলাশবাড়ি-দড়াটানা-মনিহার-মুড়ালি জাতীয় মহাসড়কের মনিহার হতে মুড়লি পর্যন্ত চার লেনে উন্নীত হচ্ছে।
এ লক্ষ্যে একনেকে প্রকল্প অনুমোদন করা হয়েছে। বর্তমানে প্রকল্পের দরপত্র মূল্যায়ন কার্যক্রম চলছে।
মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, যশোর শহরের পালবাড়ির মোড় থেকে মুড়লির মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে উন্নীত করার জন্য শীর্ষক একটি প্রকল্প গত বছর ২৬ নভেম্বর একনেকে অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটির দরপত্র মূল্যায়ন প্রতিবেদন প্রক্রিয়াধীন রয়েছে।