আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৩৯

পিপিএম প্রেসিডেন্ট পুলিশ মেডেল অর্জন করলেন যশোর ডিবি’র এসআই মুরাদ হোসেন।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পিপিএম-সেবা (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) অর্জন করেন যশোর ডিবি’র এসআই মোঃ মুরাদ হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষে পিপিএম পদকটি পরিয়ে দেন মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল বাসার গাজীর সন্তান।
২০২৩ সালে বাগেরহাট থাকাকালীন কয়েকটি দুর্ধর্ষ জলদস্যু দলকে অস্ত্রসহ গ্রেফতার করে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে সহায়তা করেন।বাগেরহাট,যশোর,নড়াইল জেলায় দুর্ধর্ষ গৃহ ডাকাত দলের দস্যু নেতাসহ ডাকাতদলের অধিকাংশ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন। বাগেরহাট শহরে চাঞ্চল্যকর সোনার দোকানে চুরি মামলার রহস্য উদঘাটন পূর্বক চোরদের গ্রেফতার করেন। যশোর বেনাপোলের সজিব হত্যা মামলাটি ২৪ ঘন্টায় রহস্য উদঘাটন পূর্বক আসামীদের গ্রেফতার করেন। বেনাপোলে আলোচিত স্বর্ণবহনকারী সুমন হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল হোতাদের গ্রেফতার করেন। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি জোর দিতে নিজ এলাকায় “গোবিন্দপুর সোনার বাংলা সংঘ” এর সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন।

আরো সংবাদ