আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১৪

পুলিশ সপ্তাহে যশোরে গণপরিবহনে লাগানো হচ্ছে ষ্টিকার

স্টাফ রিপোর্টার :: যশোরের আন্তজেলা গণপরিবহনগুলোর ভেতরে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সম্বলিত স্টিকার লাগানোর কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ।

গণপরিবহনে পুলিশ সেবা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ঠ পরিহনের যাত্রীরা পুলিশ পরিসেবা নম্বর ৯৯৯ এ তথ্য দিয়ে পুলিশের সেবা নিতে পারবে।

সোমবার দুপুরে শহরের মনিহার এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন।

এসময় তিনি বলেন, কোন পরিবহন দূর্ঘটনায় কবলিত হলে আরো বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালাতে গিয়ে আবারো দূর্ঘটনার শিকার হয়। এতে করে বিপদে পড়েন গাড়ির যাত্রীরা। এই কার্যক্রমের মাধ্যমে গাড়ির ভেতরে থাকা রেজিষ্ট্রেশন নাম্বার দেখে ৯৯৯ এ ফোন দিয়ে যাত্রীরা পুলিশের সেবা নিতে পারবে। এছাড়া কোন সমস্যা হলে যাত্রীরা দ্রুত পুলিশকে তথ্য দিতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন যশোরের ট্রাফিক ইন্সপেক্টর সাখাওয়াত হোসেনসহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ।

আরো সংবাদ