আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:৩১

পুলিশের গুরুত্বপূর্ণ পদে আরও রদবদল

পুলিশের গুরুত্বপূর্ণ চারটি পদে রদবদল হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। ঢাকায় তাঁর জায়গায় আসছেন রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক একেএম হাফিজ আক্তার।

লিশের বিশেষ শাখার (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. হুমায়ূন কবির আসছেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক পদে।
গত সোমবার চট্টগ্রাম ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন সাতটি পদে রদবদল হয়।

আরো সংবাদ