আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৩

পৌরসভা নির্বাচন; খুলনার চালনায় ভোটকেন্দ্রে হাতাহাতি, পুলিশের লাঠিপেটা

নির্বাচনের খবর: খুলনার চালনা পৌরসভা নির্বাচনে ভোট চলাকালে একটি কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে চালনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সনত কুমার বিশ্বাস ও স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রে উত্তেজনা তৈরি হলে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় ও জেলা পর্যায়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।বিজ্ঞাপন

ভোটারদের কয়েকজনের ভাষ্য, জগ প্রতীকের এক সমর্থক ভোট দিতে গেলে নৌকা প্রতীকের এজেন্ট তাঁকে বাধা দেন। ওই ভোটার বাইরে এসে জোরে জোরে অভিযোগ করতে থাকলে ঝামেলার সূত্রপাত হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

কেন্দ্রের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সরদার ইব্রাহিম হেসেন প্রথম আলোকে বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিবেশ শান্তিপূর্ণ আছে।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে চালনা এমএম কলেজ কেন্দ্রে ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে অপর একটি হাতাহাতির ঘটনা ঘটে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত