মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রিয়া সাহা বিশ্বাসের অভিযোগ নিয়ে আলোচনা চলছে, তার গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুরের চরবানিয়ারীতেও।
প্রিয়া সাহার ঘর পোড়ার সত্যতা মিললেও তার অভিযোগ নিয়ে স্থানীয়দের দ্বিমত আছে। প্রতিবেশীদের দাবি, ঘর পোড়ানোর ঘটনা ব্যক্তিগত দ্বন্দ্বে। এখানে ধর্মীয় কিংবা রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই।
গ্রামটিতে ধর্মীয় সম্প্রীতির কথাও তুলে ধরেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। প্রিয়া সাহার এমন আচরণে ক্ষুদ্ধ তারাও।
স্থানীয় সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর অভিযোগ, প্রিয়া সাহার বক্তব্য উদ্দেশে প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্পর্ক নষ্টের অপচেষ্টা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে দ্বিতীয় রিলিজিয়াস ফ্রিডম কনফারেন্স অংশ নিতে যাওয়া প্রিয়া সাহা বিশ্বাস ট্রাম্পের কাছে, সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি তার বাড়ি ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ করেন