আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩৬

প্রতিবন্ধী অটোভ্যান চালকের আত্মহত্যা।

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোভ্যান চালকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

গতকাল (৪ ডিসেম্বর) রবিবার সকালে পৌর সদরের প্রান্নাথপুর মহল্লার মোঃ আব্দুল মান্নানের পুত্র মোঃ রানা সেখ(২২) নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে শাহজাদপুর থানাপুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায়, নিহতের পিতা আব্দুল মান্নান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন আমার ছেলেকে মারপিট করে আহত করে৷ একারনেই ক্ষোভে আমার ছেলে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্য মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, সকালে নিজ ঘরে মানসিক প্রতিবন্ধী রানা শেখ এর লাশ ঝুলতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশ ময়না তদন্তের পর তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।###

আরো সংবাদ