আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:১৩

প্রতিবেশীর সন্তান ধার নিয়ে ছুটি কাটানো সেই শিক্ষিকা বরখাস্ত

মা না হয়েও প্রতিবেশীর সন্তানকে ধার করে নিজের সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি ভোগ করা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশপত্রে ওই শিক্ষিকা আলেয়া সালমাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, প্রতিবেশীর সন্তানকে দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় আলেয়া সালামকে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ‘ক’ ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে প্রতারণার আশ্রয় নিয়ে ছুটিতে থাকা ওই শিক্ষিকার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত