আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫৭

প্রতিমন্ত্রীর ভাগ্নে-এপিএসের বিরুদ্ধে উপজেলার চেয়ারম্যান নাজমার মামলা

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার চেয়ারম্যান নাজমা খানমের শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনের নামে আদালতে মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে তারই পরিষদের দুই ভাইস চেয়ারম্যান, দুই ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে। আজ সোমবার উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে মামলাটি করেন। বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন- পিবিআই যশোরকে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, জলি আক্তার, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু, ভোজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কবির খান।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উত্তম চক্রবর্তী স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আপন ভাগ্নে। করোনাকালে সরকারের ত্রাণের ৫৫৫ বস্তা চাল চুরির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। যা ওই ঘটনায় আটক ব্যক্তিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন। ওই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন মামলার বাদী উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। যা নিয়ে আসামিদের ক্ষোভ ছিল। গত ২২ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা ছিল। ওই সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীসহ উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্ধারিত আলোচনা চলাকালে আকস্মিক ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু হট্টগোল এবং বাদীকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি সভা ছেড়ে বাইরে চলে বের হলে আসামিরা তার পিছু নিয়ে লোকজনের সামনে কাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি করে। একইসঙ্গে তার কাছে থাকা কাগজপত্র ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়। এসময় তার সহকারী নয়নকেও মারপিট করা হয়। পরে তিনি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বাদীর আইনজীবী আব্দুল লতিফ জানান, ন্যায়বিচার চেয়ে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। বিচারক তাদের অভিযোগটি আমলে নিয়েছেন এবং পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
এদিকে, অভিযুক্ত কবির খান বলেন, ‘আমাকে কেন এই মামলার আসামি করা হয়েছে, বুঝতে পারছি না। তবু আদালতে মামলা যখন হয়েছেই, আইনগতভাবেই মোকাবেলা করবো।’
নাজমা খানম যশোর-৫ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সমর্থনে মণিরামপুর উপজেলা চেয়ারম্যান হন। নানা ঘটনার প্রেক্ষিতে এখন তিনি স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধ পক্ষে অবস্থান নিয়েছেন।
ভাগ্নে উত্তম চক্রবর্তী সম্প্রতি নানা বিতর্কিত কর্মকাণ্ডে এমনকি চাল কেলেঙ্কারিতেও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সুনাম ক্ষুণ্ন করছেন বলে মণিরামপুরের মানুষর মুখে মুখে রয়েছে।

আরো সংবাদ