প্রকাশিত : » ১৫ জানুয়ারি ২০২০, সময়: » ১১:২৭ অপরাহ্ণ, পঠিত: » 530 views
ডেস্ক রিপোর্ট ।। ফেসবুকে প্রথম দিন আপনি কি করেছিলেন মনে আছে? অ্যাকাউন্টের বয়স বেশি হলে ভুলে যাওয়ারই কথা। ফেসবুকে নতুন একটি ফিচার যোগ হয়েছে, যেটার মাধ্যমে যেদিন ফেসবুকে অ্যাকাউন্টটি খুলেছেন, তারপর থেকেই যাবতীয় পোস্ট দেখা যাবে।
শুধু পোস্ট নয়, কাউকে ট্যাগ করা ছবিও অনায়সে দেখতে পারবেন। পাশাপাশি কোনো পোস্ট শেয়ার করা কিংবা লাইক করা কোনো ছবিও দেখা যাবে।
একটু চেষ্টা করলেই ফেসবুকে পুরনো পোস্ট ফিরে পাওয়া যাবে। ফেসবুকের ‘অ্যক্টিভিটি লগ’-নামে একটি অপশনে গিয়েই এমন ফিচার পাওয়া যাবে। বিস্তারিত দেওয়া রয়েছে নীচের গ্রাফিক্সে-