আজ - মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:২৬

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব খোকনের বাবার মৃত্যু ।

স্টাফ রিপোর্টার।। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বাবা আনোয়ার হোসেন (৭৯) মারা গেছেন।

সোমবার (১ জুন) গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান বলে নিশ্চিত করেন নিহতের ভাতিজা নুরে আলম সুমন।। তিনি সময় সংবাদকে জানান, মৃত্যুকালে দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য-গুণগ্রাহী রেখে গেছেন আনোয়ার হোসেন।
আশরাফুল আলম খোকনের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।


আজ বাদ আসর তারাগঞ্জ এইচ এন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত