আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৬

প্রভুর লীলাখেলা; মফিজুল ইসলাম, পিপিএম।

প্রভুর লীলাখেলা
মফিজুল ইসলাম, পিপিএম
————————————————————–
অদৃশ্য করোনাকে অপসৃত করতে
ধরেছে একদল বিজ্ঞানী
গবেষনা করে ভ্যাকসিন বানিয়ে
হতে চায় তারা জ্ঞানী গুনি।

আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তারা
“এলিসা গ্রানাটো” র গায়ে করেছেন প্রয়োগ
প্রমান করতে চাহেন তারা নারীই সেরা
জীবনের ঝুঁকি নিয়ে হলেন গবেষনায় নিয়োগ।

মারিতে পারেন, আবার বাঁচাতে পারেন
এটাই তাদের গবেষনা অনুমিত হয়,
আসলেই তারা গবেষনা করিতে চাহেন
মানুষের মৃত্যুকে জয়।

কক্ষনো নয়, পারিবেনা কেহ
আবারো বলি কক্ষনো পারবেনা কোন বিজ্ঞানী
সৃজিছেন যিনি মহা প্রভু
তিনিই একমাত্র মহাজ্ঞানী।

কোরআন খোলে পড় হে জ্ঞানীরা
সুরা আন-নাবার ৩-৬ নম্বর আয়াত,
রয়েছে সেখানে জ্ঞানীদের জন্য
সৃষ্টিকর্তার উত্তম বয়াত।

” যে বিষয়ে তারা যুক্তি তর্ক গবেষনা
করছে জল্পনা-কল্পনা,
কক্ষনো নয়, শিগগিরই ওরা
জানতে পারবে, এটাই বাস্তব
তাদেরই ছিল ভুল ধারনা।
হ্যাঁ কক্ষনো নয়, শিগগিরই ওরা
জানতে পারবে, এটাই বাস্তব
তাদেরই ছিল ভুল ধারনা।।”

আল্লাহ ৭-৯ আয়াতে আরো বলেন
” একথা কি ঠিক নয় যে, আমি
যমীনকে বানিয়েছি বিছানা?
আর পাহাড়গুলো গেড়ে দিয়েছি
তাতে পেরেক?
আমি পয়দা করেছি তোমাদের
জোড়ায় জোড়ায়
ঘুমকে বানিয়েছি তোমাদের
শান্তির উপায়।।”

হে প্রভু তোমার লীলা খেলা
বুঝা বড় দায়
জ্ঞানীরা জ্ঞান দিয়ে তোমাকে না চিনে
বেঁচে থাকার খোঁজিছে উপায়।।

আরো সংবাদ