আজ - মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:৪১

প্রেমবাগে বেপরোয়া গতির বাস খাদে।

ডেস্ক রিপোর্ট।। অভয়নগরে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ৫০ জন যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোরগামী বেপরোয়া গতির সরকার পরিবহন নামে একটি যাত্রবাহী বাস অটোভ্যান ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং বৈদ্যুতিক পিলারে আঘাত হানে।

মারাত্মক এ দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় খুলনাগামী বেপরোয়া গতির সোহাগ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪- ৬৭০৬) একই এলাকায় মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপার সহ ১৫ জন সামন্য আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসী নওয়াপাড়া হাইওয়ে থানা কর্তৃপক্ষের নিকট তাদের এলাকার ফাঁকা মহাসড়কে নজরদারী বাড়ানোর দাবি করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত