আজ - রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৫৬

প্রেমিকের হাতে খুন হলেন যশোরের সেই গলাকাঁটা কিশোরী!

যশোর প্রতিনিধি : প্রথমে অজ্ঞাত থাকলেও পরে জানা গেছে সেই মেয়েটির নাম পরিচয়  এবং হত্যার উদ্দেশ্য! মেয়েটির নাম পার্বতী রায় (২৪) তিনি বৃহস্পতিবার রাতে দীপাবলিতে পূজা দেখতে বের হয়েছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিরব ওরফে রাব্বি নামে একজন দীপাবলিতে পূজা দেখার কথা বলে শহরের সুধীর বাবুর কাঠগোলার মোড় থেকে মোটরসাইকেলে তাকে তুলে নিয়ে যায়। পরে দুপুরে পুলিশ খবর দিলে মর্গে মেয়ের লাশ পান পার্বতীর বাবা ।  পার্বতীর স্বামী মহিতোষ ভারতে থাকার সুযোগে তিনি নিরব নামের ওই ছেলেটির সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েন। তারা দুজনে বিয়ে করেছেন বলেও এলাকায় গুঞ্জন রয়েছে। হত্যাকান্ডের পর থেকে নিরব পলাতক রয়েছে। নিরব ওরফে রাব্বি সদরের মাহিদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা করেছেন। এতে পার্বতীর কথিত প্রেমিক নিরব ওরফে রাব্বীকে আসামি করা হয়েছে। নিহত পার্বতী রায় যশোরের মণিরামপুরের শ্যামকুড় গ্রামের অধীর রায়ের মেয়ে। তার মা যমুনা রায় শহরের বেসরকারি কুইন্স হাসপাতালে চাকরি করেন। তার পিতামাতা বর্তমানে যশোর শহরের আরএন রোড এলাকায় নতুন বাজার এলাকার মতিয়ার রহমানের বাড়ির ভাড়াটিয়া। অভিজিৎ নামে ৭ বছরের একটি ছেলে রয়েছে পাবর্তীর।স্বামী মহিতোষ ভারতে থাকায় তিনি পিতামাতার সাথে থাকতেন। 

আরো সংবাদ