আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩৩

ফ্রান্সে প্রিয় নবীর ব্যাঙ্গচিত্র প্রকাশে প্রতিবাদ স্বরুপ জেলা ইমাম পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ সা.কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রচার করায় ফ্রান্স সরকারের ধৃষ্ঠতার প্রতিবাদে ২৮-১০-২০২০ ইং রােজ বুধবার বিকাল ৩টায় যশোর জেলা ইমাম পরিষদ উদ্যোগে ফ্রান্স সরকারের ধৃষ্ঠতার প্রতিবাদে দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। উক্ত সমাবেশে উপস্থিত ছিল হাজার হাজার মানুষ। উক্ত সভাটি পরিনত হয়েছিল জনসমুদ্রে।

সমাবেশটি সভাপতিত্ব করেনঃ মাওলানা আনােয়ারুল করীম যশােরী (সভাপতি, জেলা ইমাম পৰিষদ, যশাের।)

প্রস্তাবনা পেশ করেন; হাফেজ মাওলানা বেলায়েত হােসেন (সেক্রেটারী, জেলা ইমাম পরিষদ, যশাের।

সঞ্চালনা করেন: মুফতী কামরুল আনােয়ার নাঈম (সাংগঠনিক সম্পাদক, জেলা ইমাম গবিষক, যশাের।

এসময় সকল বক্তা ফ্রান্স সরকারকে উদ্দেশ্য করে বলেন, ফ্রান্স সরকারের উচিৎ হবে তওবা কতে ক্ষমা চেয়ে নেওয়া। যতদিন তারা তওবা না করবে তাতদিন আমরা ফ্রান্সের কোন পন্য ব্যবহার করব না। তাদের সাথে কোন বাণিজ্য করব না। এসময় আরও বলেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) এর জন্য আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত। উপস্থিত সকল মুসলিম হুশিয়ারি দিয়ে বলেন, আপনারা তওবা করুন নতুবা আপনাদের ধ্বংস অনিবার্য।

মুফতী আমানুল্লাহ কাসেমী (প্রচার সম্পাদক, জেলা ইমাম পৰিঘন, যশাের ।)
ফ্রান্স সরকারের ধৃষ্ঠতার প্রতিবাদে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন:
১। মুফতী মুজিবুর রহমান
২। মাওলানা আব্দুল মান্নান
৩। মাওলানা রফিকুল ইসলাম
৪। মাওলানা হামিদুল ইসলাম
৫। মাওলানা নাজীর উদ্দীন
৬। মুফতী শামসুর রহমান
৭। মুফতী হাফিজুর রহমান
৮। মুফতী আব্দুর রহমান এযাযী
৯। মাওলানা ইমাদুল ইসলাম
১০। মুফতী মাহমুদুল হাসান
১১। মাওলানা আরীফুল্লাহ আলমগীর
১২। মুফতী কবীর হুসাইন
১৩। মুফতী উবাইদুল্লাহ শাকির
১৪। মুফতী মাসউদুর রহমান
১৫। মুফতী আব্দুল হান্নান।

আরো সংবাদ