আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:২৯

বগুড়ায় রবিন হত্যা মামলার প্রধান আসামি পারভেজ চাকুসহ গ্রেফতার

 

বগুড়া জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল জনাব মোঃ শরাফত ইসলাম এবং অফিসার ইনচার্জ জনাব নূরে আলম সিদ্দিকী,সদর থানা বগুড়ার তত্ত্বাবধানে ৯ ১১ ২০২২ ইং তারিখে ইন্সপেক্টর মোঃ সুজন মিয়া ইনচার্জ উপশহর পুলিশ ফাঁড়ি সদর থানা বগুড়া মামলা তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ জুলহাস উদ্দিন এসআই (নিঃ) মোঃ মমতাজ আলী এসআই (নিঃ) মোহাম্মদ ফজলুল হক ।

সঙ্গীয় ফোর্স সহ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বগুড়া সদর থানার মামলা নং-২৩, তারিখ- ০৫/১১/২০২২ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড হত্যা মামলার প্রধান এজাহার নামীয় আসামী মোঃ পারভেজ (২৮) পিতা মোঃ জাহাঙ্গীর, সাং- গোদারপাড়া,থানা ও জেলা- বগুড়া কে সাভার ঢাকা হইতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী পারভেজকে ঘটনাস্থলে নিয়ে গেলে আসামীর দেখানো মতে,রবিন হত্যাকান্ডে ব্যবহৃত ১ টি বার্মিজ চাকু বগুড়া সদর থানাধীন গোদারপাড়া উত্তরপাড়ার জামতলা মোড় বুড়ির পরিত্যাক্ত দোকানের নিচ হইতে উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃত আসামী পারভেজকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ ক্রা হয়েছে ।

গ্রেফতারকৃত এজাহার নামীয় আসামী পারভেজ (২৮) এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->