আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:২৯

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ সিএনজির যাত্রী নিহত

জেলার শাজাহানপুর উপজেলার  খোট্রাপাড়ার তিনপুকুর এলাকায় শনিবার রাত সাড়ে ৮টায়  ট্রাকের ধাক্কায় ২ সিএনজির যাত্রী নিহত হয়েছেন। মৃতরা হলেন , গাবতলী উপজেলার বাগবাড়ী নিজগ্রাম এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল বাকি(৫০) এবং একই উপজেলার কলাকুপা এলাকার আব্দুল মমিনের স্ত্রী সুমি আক্তার ওরফে পুতুল(২৫)। এ ঘটনায় দুই শিশুসহ আরও ৫জন আহত হয়েছেন।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈকত হাসান জানান,  শাজাহানপুরের মাদলা থেকে  একটি সিএনজি ৫ জন যাত্রী নিয়ে গাবতলীর বাগবাড়ীর দিকে যাচ্ছিল। খোট্টাপাড়ার তিনপুকুর এলাকায় গাবতলী থেকে বগুড়াগামী একটি ট্রাক ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ  দুই যাত্রী নিহত হন। আহত হন দুই শিশুসহ পাঁচজন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত