আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:২৭

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত!!

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত!!

মামিনুর ইসলাম (মামুন)বিশেষ পণতিনিধিঃ
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন (১৭) নামে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ওই এলাকার নওশাদ আলীর ছেলে। সে টিটিসিতে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা।

তিনি জানান, রাত ৯টার দিকে রবিউলের উরুতে চাকু মারে দুর্বৃত্তরা। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রবিনের মৃত্যু হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা আরও জানান, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। শীঘ্রই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।।

আরো সংবাদ