আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৫২

বগুড়ায় ২২ মামলার আসামি সন্ত্রাসী ব্রাজিল অস্ত্রসহ গ্রেফতার

জেলায় পিস্তলসহ ২২ মামলার আসামি ব্রাজিল (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বক্সীবাজার মোড় থেকে তাকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে।
গতরাত আড়াইটার দিকে পুলিশ সদর উপজেলার পালশা চৌকির পাড়া এলাকায় ব্রাজিলকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। তার দেয়া তথ্য মতে, পালশা চৌকির পাড়া ব্রিজের দক্ষিণ পাশের একটি ইউকালিপটাস গাছের গোড়ার মাটি নিচ থেকে সাদা পলিথিন মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তলসহ, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, ব্রাজিল জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, বিস্ফোরক দ্রব্য আইনে ৫টি মামলা, একটি মাদক মামলা, সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা, বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা, চাঁদাবাজির মামলা ৬টি এবং দুটি এসিড নিক্ষেপ মামলা রয়েছে।

আরো সংবাদ