আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪৯

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সোনালী ব্যাংক রূপদিয়া শাখা সহ ৩৪ শাখার গ্রাহক সেবা মাসের উদ্বোধন।

মহিউদ্দিন সানি রূপদিয়া (যশোর) থেকেঃ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মার্চ মাস’কে গ্রাহকসেবা মাস ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজারর্স অফিস খুলনা বিভাগের উদ্যোগে, প্রিন্সিপাল অফিস যশোরের আওত্বাধীন কর্পোরেট শাখা সহ ৩৪ টি শাখায় একযোগে গ্রাহক সেবা মাস ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

(১ মার্চ ২০২১) সোমবার সকাল ৯টায় যশোর সদর উপজেলার অন্যান্য শাখার ন্যায় রূপদিয়া বাজার শাখায় প্রধান অতিথি হিসাবে উপ¯িত থেকে গ্রাহক সেবা মাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মো: শফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপ¯িত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোদাছের আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু-হানিফা, রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আরিফুজ্জামান খন্দকার, রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, প্রেসক্লাব রূপদিয়ার সভাপতি রবিউল খাঁন, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন, মকবুল হোসেন, আয়ুব হোসেন মাস্টার সহ রূপদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড রূপদিয়া শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মো: রইচ উদ্দিন

আরো সংবাদ