আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৫

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ আওয়ামীলীগ যশোর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজেস্ব সংবাদদাতা: ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোর জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত।

যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে আজকের আলোচনা সভা সঞ্চালনা করেন যশোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর – ৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। বক্তব্যে তিনি বলেন, একটি যুদ্ধ বিদ্ধস্ত দেশ মাত্র স্বাধীণ হওয়ার পর বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতায় এসে যখন সমস্ত রাস্তাঘাট, ব্রিজ, কলকারখানা সবকিছু স্বচল করে বাঙালীদের অর্থনৈতিক মুক্তির ডাক দিয়েছিলেন ঠিক সেই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের পিতা মুজিবকে কেড়ে নিয়েছিলো। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সেই লালিত স্বপ্ন বাস্তবায়ন করছেন আমাদের প্রিয় নেত্রী সারা পৃথিবীর সফল রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে। করোনা ভাইরাসের মধ্যেও বাংলাদেশের অর্থণীতি স্বচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য ভূমিকা রাখছেন। যে দলের নেতৃত্বে এদেশে স্বাধীণতা এসেছিলো, যে দলের নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে সেই দলের কর্মী হিসেবে আমাদের গর্ব হয়, অহংকার হয়। তিনি বলেন সদর উপজেলা আওয়ামীলীগের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে ঢেলে সাজানো হবে। পাশাপাশি তৃণমূলকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়নে কর্মী সভা করা হবে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদ দের আত্বার মাগফিরাত কামনা করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খয়রাত হোসেন, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি ও সাবেক জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি প্রমুখ।

আরো সংবাদ