আজ - শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:৪৪

বর্তমান সরকারকে নড়াতে খালেদা জিয়া জঙ্গিবাদকে লালন করছে: শাহীন চাকলাদার

খানজাহান আলী নিউজ ডেস্ক: বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। এই সরকারের আমলেই জনগণ ভোট ও ভাতের অধিকার ফিরে পেয়েছে। দেশ এখন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। কিন্তু দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে বেছে নিয়েছে বিএনপি-জামায়াত। তারা এদেশে পাকিস্তানী এজেন্ডা বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছে। তবে তাদের এই চক্রান্ত কখনো এদেশে বাস্তবায়ন হবে না। এদেশের ঐক্যবদ্ধ জনতা তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
গতকাল যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহীন চাকলাদার এসব কথা বলেন।
যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্ল্যাহ, বর্তমান সভাপতি রওশন ইকবাল শাহী, এমএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম প্রমুখ।
ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য শাহারুল ইসলাম, দেলোয়ার হোসেন, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হাসান মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, ইউনিয়ন যুবলীগের মনিরুল ইসলাম হিমু, আব্দুল আলিম, রকুনুজ্জামান রিপন, আবু-সাইদ, ইউপি সদস্য সুজিত বিশ্বাস, মুন্সি রবিউল ইসলাম, ফসিয়ার রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিএম সবুজ হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কিরণ প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত