আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৩

বসনিয়া জঙ্গলে বাংলাদেশিরা ফেরত যেতে চাইনা বাংলাদেশে

শরণার্থী ক্যাম্পে আশ্রয় না পেয়ে বসনিয়ার ভেলিকা ক্লাদুসায় একটি পরিত্যাঙ্ক কারখানা ভবনে আশ্রয় নিয়েছেন শতাধিক বাংলাদেশি৷ মানবেতর পরিস্থিতিতে থাকলেও তারা দেশে না ফিরে ইউরোপে যাওয়ার স্বপ্নে মরিয়া৷

‘‘অনেক টাকা খরচ করে এখানে এসেছি৷ আমাদের স্বপ্ন ইটালি, স্পেন যাওয়ার৷ আমরা কখনও দেশে ফেরত যাবো না,’’ এভাবেই ডয়চে ভেলের কাছে প্রতিক্রিয়া জানান বসনিয়ার ভেলিকা ক্লাদুসা এলাকার একটি পরিত্যাক্ত কারখানায় দিন যাপন করা বাংলাদেশিরা৷

ইউরোপের সঙ্গে দেশটির সীমান্তবর্তী এই অঞ্চলে এখন কয়েকশো বাংলাদেশি আটকা পড়েছেন৷ কেমন আছেন তারা তা জানতে সেখানে আছেন ডয়চে ভেলের সাংবাদিক আরাফাতুল ইসলাম ও অনুপম দেব কানুনজ্ঞ৷ রোববার সকালে তারা একটি জঙ্গলে আশ্রয় নেয়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন৷ সেখান থেকে কিছুটা দূরে রয়েছে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা আইওএম এর একটি আশ্রয় ক্যাম্প৷ সেখানে থাকার সুযোগ না পেয়ে কাছেই পরিত্যাক্ত একটি কারখানা ভবনেও আশ্রয় নিয়েছেন শতাধিক বাংলাদেশি৷

জঙ্গলের ভেতরে ময়লা-আবর্জনা পরিবেষ্টিত ভবনটিতে গাদাগাদি করে অবস্থান করছেন তারা৷ ভাঙ্গা ছাদ আর দেয়ালবিহীন স্থাপনাটিতে শীত আর বৃষ্টিতে অবর্ণনীয় কষ্টের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তারা ডয়চে ভেলের সংবাদকর্মীদের কাছে৷

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত