আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৮:৩০

বসুন্দিয়া ১,২ও৩ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত।(ভিডিও সহ)

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কণ্ঠভোটে ০১ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন কৃপা নন্দ ঘোষ সাধারন সম্পাদক মোঃ জলিল বিশ্বাস ০২ নং ওয়ার্ডের সভাপতি বি এম মিজানুর রহমান সাধারন সম্পাদক মোঃ সুমন হোসেন ০৩ নং ওয়ার্ডের সভাপতি হাসান মোল্যা ও সাধারন সম্পাদক কবির হোসেন নির্বাচিত হয়েছেন।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। আজ শনিবার বিকাল ৫ টায় বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান মোল্যার সভাপতিত্বে এবং সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হাবিবুল আহ্সান বাবলু , বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ও জেলা কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতলেব বাবু, সম্মেলনটির উদ্বোধন করেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার জহিরুল ইসলাম।

নির্বাচিত নেতৃবৃন্দ

উল্লেখ্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথের উপস্থিত থাকার কথা থাকলেও খুলনায় অবস্থানের কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি।

প্রধান বক্তার বক্তব্যে শাহারুল ইসলাম বলেন, আমাদেরকে আপনাদের খেদমত করার জন্য পাঠিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব শাহীন চাকলাদার। আমাদের নেতা তৃণমূলের নেতা শাহীন চাকলাদার তার বিকল্প কেউ নেই।মালিকের প্রদত্ত কুরআনে বর্ণিত শান্তির ধর্ম ইসলামকে ভিন্নভাবে উপস্থাপণ করে মানুষের মন হৃদয় আকৃষ্ট করে একটি মহল তাঁদের স্বার্থসিদ্ধি করতে চাই এ ব্যাপারে সকল কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।তাঁরা বলে বেহেস্তের টিকিট আছে তাঁদের হাতে , চাঁদে সাঈদী কে দেখা গিয়েছে তথা পাকিস্থানী মওদুদী কুরআন দিয়ে অপব্যাখ্যা করে মানুষকে তাঁদের কাছে টানার প্রয়াস চালায় বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ , যুবলীগ ও ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে সজাগ থেকে এ সকল ধর্মীয় ক্যু রূখে দেয়ার পরামর্শ দেন শাহারুল ইসলাম।

স্বতস্ফূর্তার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে বেশ জমকালো ভাবে সন্ধ্যায় সম্মেলনের ইতি ঘটে। সম্মেলনে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত