আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০২

বাংলাদেশ-ভারত টেস্টে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এস এম কামাল হোসেন!

নিজেস্ব প্রতিবেদক :: কলকাতার ইডেন গার্ডেনস মাঠে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত টেস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী।

কলকাতায় বাংলাদেশ ভারত দিবারাত্রির ঐতিহাসিক টেস্ট ম্যাচ সিরিজের শুভ উদ্বোধনে ভারতীয় ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে কলকাতায় যাচ্ছেন  কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম নেতা জননেতা এস এম কামাল হোসেন।

ক্রিকেট বোর্ড সূত্র জানায়, ইডেনের ঐতিহাসিক ম্যাচে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও হাজির থাকবেন।ইডেনে আগামী ২২ নভেম্বর থেকে ভারত-বাংলাদেশ টেস্ট শুরু হবে। ইডেনে বাংলাদেশ প্রথম টেস্ট খেলতে আসছে। এ ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বেশকিছু কর্মসূচি অংশ হিসেবেই দুই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমন চমৎকার সফরের সাক্ষী হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সয়র সঙ্গী হিসেবে ভারতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত এস এম কামাল হোসেন।

গোপালগঞ্জ  জোনাসুর  গ্রামের এস এম কামাল হোসেন দক্ষিনবঙ্গের প্রতিটি আওয়ামীলীগ পরিবারের সদস্য বলেই ‍বিবেচিত।খুলনা সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মাননীয় প্রধাণমন্ত্রীর সাথে ভারত সফর করে ঐতিহাসিক ভারত-বাংলাদেশ টেস্টের সাক্ষী হয়ে থাকবেন।  

ম্যাচের আয়োজক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সূত্রে জানা গেছে, এস এম কামাল সহ ৬৬ জন সফরসঙ্গী নিয়ে কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী। 

এবার ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট (সভাপতি) হিসেবে সৌরভ ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট উপলক্ষে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হাজির করে আরও বড় চমকের উদ্যোগ নিচ্ছেন।

আরো সংবাদ