আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:০১

বাগেরহাটে তহ্মক’সহ আটক -১।

 

বাগেরহাটের শরণখোলায় তক্ষকসহ সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (২২ নভেম্বর) গভীর রাতে শরণখোলা উপজেলার পূর্ব রাজৈর গ্রামের ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্রের পাশের রাস্তা থেকেতক্ষকসহ এই যুবককে আটক করা হয়। বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়ের পূর্বক আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক সাইফুল ইসলাম পূর্ব রাজৈর গ্রামের মোঃ আবু হানিফের ছেলে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশনের ফরেস্টার আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি তক্ষকসহ সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। সাইফুলের কাছ থেকে উদ্ধার করা তক্ষকটি ১ এক ফুট লম্বা এবং ওজন ১৫০ গ্রাম। আদালত কচ্ছপটিকে সুন্দরবনে অবমুক্ত করার নির্দেশ দিয়েছেন।

আগামী বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

আরো সংবাদ