আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৯

বাগেরহাটে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. সজিব তরফদার ও অহেদ মোস্তখা বাপ্পি শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ডেমা গ্রামে এ ঘটনা ঘটে।আজ শুক্রবার (১৯ মার্চ) সকালে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পি শেখ বলেন, ‘আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। বৃহস্পতিবার আমার সমর্থকদের নিয়ে দোয়া চাইতে বের হই। পথে বিএনপির বর্তমান ইউপি সদস্য সজিবের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের ওপর অতর্কিত গুলি বর্ষণ করে তারা।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখান থেকে আহতদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত