আজ - বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:২১

বাঘারপাড়া পৌরসভায় কাউন্সিলর পদে আপন দু’ভাই প্রতিদ্বন্দ্বি

যশোরের বাঘারপাড়া পৌরসভায় আপন দু’ভাই পরস্পরের বিরুদ্ধে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নিয়ে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের নাগরিকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দু’ভাই অবশ্য এক দফা করে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু রেষারেষির কারণে দু’দফা পরাজিতও হয়েছেন। তবে, এবার কেউ কাউকে ছাড় না দিয়ে দু’জনই লড়ছেন।
২০০৪ সালের ১১ ফেব্রুয়ারি যশোরের বাঘারপাড়া পৌরসভার প্রথম নির্বাচনে চার নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন মাস্টার সামছুর রহমান। পরের নির্বাচনে তিনি নিজের ভাইকে ওই ওয়ার্ডে ছাড় দেন। ২০১১ সালের নির্বাচনে তার মেঝভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুুর রহমান কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৬ সালে ফের প্রার্থী হতে চান সামছুর রহমান। কিন্তু বাধা হয়ে দাঁড়ান নিজের ভাই। একপর্যায়ে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ২০২১ সালে সামছুর রহমানকে প্রার্থী করার শর্তে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান মিজানুর।
এবার নির্বাচনে কোনো সমঝোতা না হওয়ায় দু’ভাইই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা ছাড়াও এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও দু’জন। এরমধ্যে মিজানুর রহমান টেবিল ল্যাম্প ও মাস্টার সামছুর রহমান পানির বোতল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাস্টার সামছুর রহমান বলেন, ‘২০০৪ সালের প্রথম নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করে জয়ী হই। এরপর মেঝভাইকে তিনবার সুযোগ দিয়েছি। তিনি মাত্র একবার নির্বাচিত হন। পারিবারিক সিদ্ধান্ত ছিল, এবার আমি নির্বাচন করবো। কিন্তু মেঝভাই নিজের ইচ্ছামতো প্রার্থী হয়েছেন। বাধ্য হয়ে আমিও প্রার্থী হয়েছি। জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আশাবাদী।’   
মিজানুর রহমান বলেন, ‘বাড়ির সবাই তাকে (সামছুর) ভোট করতে নিষেধ করার পরও সে প্রার্থী হয়েছে। তার কোনো ভোট নেই। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে অন্য প্রার্থীর। আমিই বিজয়ী হবো’।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত