আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৭

বাঘারপাড়ায় নির্বাচনী সংঘর্ষের ঘটনায় নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা

বাঘারপাড়ায় আসন্ন উপজেলা উপনির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এবার নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়ী পারভীন সাথীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিলু পাটোয়ারী বাদী হয়ে  ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ ২৫ জনের নাম উল্লেখ করে বাঘারপাড়া থানায় মামলা দায়ের করেন।

আ’লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর দেবর ও জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুলকে মামলার প্রধান আসামি করা হয়েছে।

অন্যান্য আসামীরা হলেন, উপজেলার রামনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হান্নান, ইন্দ্রা গ্রামের খন্দকার শহিদুল্লাহর ছেলে সাজ্জাদ, জাফরের ছেলে জাকির, একই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে শরিফুল, ফেরদৌস, রব ও জাকারিয়া, মুজিবর মোল্যার ছেলে ইলিয়াস, জাফরের ছেলে তরিকুল, আব্দুল মজিদের ছেলে হানিফ, মালঞ্চী গ্রামের মকবুল কারিগরের ছেলে বাবর আলী, দোহাকুলা গ্রামের মৃত কাশেম মোল্যার ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভিটাবল্যা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে কামাল, সদুল্যাপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মাহমুদ, ইন্দ্রা গ্রামের রহমান মোড়লের ছেলে মুকুল, মৃত মাহতাবের ছেলে জাহাঙ্গীর, আব্দুল্লাহ খন্দকারের ছেলে মিলন, সুলতান মোল্যার ছেলে মাসুদ, দোহাকুলা গ্রামের হোসেন আলীর ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলাই, বাঘারপাড়া গ্রামের মৃত খন্দকার আব্দুল্লাহর ছেলে মেহেদী, মহিরণ গ্রামের মৃত মোনছের মোল্যার ছেলে কাছেদ, মৃত নাদের মোল্যার ছেলে কাছেদ (বড়), তোরাব মোল্যার ছেলে হিরু ও মোশারফ হোসেনের ছেলে শিমুলসহ অজ্ঞাত আরো ১৪/১৫ জন।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) নৌকা প্রতীকের সমর্থক উপজেলার ইন্দ্রা গ্রামের আবু জাফর মোল্যার ছেলে জাকির হোসেন বাদী হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিলু পাটোয়ারী ও কয়েকজন আওয়ামী লীগ নেতাসহ ১৭ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। পরদিন দিলু পাটোয়ারীসহ মামলার ১১ জন আসামী যশোর আদালতে জামিনের আবেদন জানালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে স্কতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী নারিকেলবাড়িয়া থেকে ইন্দ্রা বাজারে এসে তার কর্মী সমর্থকদের সাথে কথা বলছিলেন। এ সময় নৌকা প্রতীকের সমর্থক তরিকুল ইসলামের সাথে দিলু পাটোয়ারীর তর্ক হয়। এক পর্যায়ে নৌকার সমর্থকেরা দিলু পাটোয়ারীকে হেনস্থা করার চেষ্টা করেন। তখন তার সমর্থকরা তাকে উদ্ধার করতে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কমবেশী ৮-১০জন আহত হয়।

তবে, নৌকা প্রতীকের প্রার্থীর দেবর জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল দাবি করেন, পরিকল্পিতভাবে তাদের ওপর দিলু পাটোয়ারীর সমর্থকেরা হামলা করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিলু পাটোয়ারী বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য,  নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত