আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১৬

বাহাদুরপুরে ঘুরতে যেতে না দেয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা।

যশোর প্রতিনিধি: বিশ্ব ভালবাসা দিবসে বান্ধবীদের সাথে বেড়ানো নিয়ে বিতন্ডার এক পর্যায় কিশোরী লামিয়া খাতুন (১৪) নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কিশোরীর ভাই সাব্বির ও এলাকাবাসী জানান, বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদের এর কিশোরী মেয়ে লামিয়া খাতুন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে লেখাপড়া করে। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে বান্ধবীর সাথে বেড়ানো নিয়ে মায়ের সাথে লামিয়ার বৃহস্পতিবার রাতে মনমালিন্য হয়।

শুক্রবার বিশ্ব ভালবাসা দিবসের দিন সকালে লামিয়া বেড়াতে যেতে চাইলে মা ও বাবা বকাঝোকা করে। এতে অভিমান করে লামিয়া খাতুন ঘরের আড়ার সাথে পরনের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে জানালা ও দরজা ভেঙ্গে লামিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে দুপুরে জরুরী বিভাগের চিকিৎসক লামিয়াকে মৃত বলে ঘোষনা করে।

আরো সংবাদ