আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০৬

বিইউপিএফ সম্মাননা পেলেন চেয়ারম্যান আনিছুর রহমান ও রিয়াজুল ইসলাম খাঁন রাসেল

এম আহম্মেদ (নিজেস্ব সংবাদদাতা): বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। সম্প্রতি দেশব্যাপী এর টিকা নিচ্ছে সরকারী বেসরকারী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ অবদান রাখায় যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ও বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলকে সন্মাননা সনদ প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) তাদেরকে ঢাকায় একটি আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) সভাপতি এসএএম জাকারিয়া আলম ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন স্বাক্ষরিত যোগ্য সমাজসেবক হিসেবে সন্মাননা স্বারক প্রদান করা হয়।

স্মারকে বলা হয়েছে- ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর দিক নির্দেশনা মোতাবেক “কোভিড-১৯” মোকাবিলায় বিশেষ অবদানের জন্য সফল চেয়ারম্যান হিসেবে জনাব আনিছুর রহমান/জনাব রিয়াজুল ইসলাম খান রাসেল ৮ নং দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদ, উপজেলা- যশোর সদর, জেলা-যশোর/১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ, উপজেলা- যশোর সদর, জেলা-যশোর কে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর পক্ষ থেকে সন্মাননা সনদপত্র প্রদান করা হলো। আমরা তাঁহাদের পরিবার ও ইউনিয়ন পরিষদের কল্যান কামনা করি।

এ ব্যাপারে দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘করোনা মহামারির মধ্যে সামাজিক সচেতনতার পাশাপাশি ইউনিয়নে অসহায়দের মধ্যে সাধ্যমতো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সর্বাত্মক চেষ্টা করেছি এলাকাবাসীর পাশে থাকতে। আমি কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিদান পেয়েছি। এজন্য এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাতে চাই। আগামীতেও এলাকাবাসীর পাশে থেকে জনসেবা করতে চাই।’

বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল বলেন, “করোনাকালীন সময়ে আমি বিচলিত না হয়ে বঙ্গবন্ধুকণ্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-০৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার ও যশোর সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নির্দেশনায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে করোনাকালীন সংকটে পড়া সকল মানুষের সাথে ছিলাম। আজাকের এ সন্মাননার যোগ্য দাবিদার আমার নির্বাচনী অঞ্চলের জনসাধারণকে উৎসর্গ করছি।”

আরো সংবাদ