আজ - শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:০১

বিজিবির কাছে ০২ কেজি ৫৭০ গ্রাম ভারতীয় হেরোইন আটক

 

গত ২০ ডিসেম্বর ২০২২ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৭:০০ ঘটিকায় নিজস্ব তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/২-এস হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের আলিমনগর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২ কেজি ৫৭০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অন্যান্য মালামালসহ মাদকদ্রব্য চোরাচালান দমনে বদ্ধপরিকর।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি’র) বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত