আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫৪

বিজিবির ৩ কোটি টাকার সোনা উদ্ধার।

ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে গামছায় মোড়ানো তিন কেজি ৪শ’ ৯৮ গ্রাম ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করেছে ২১ বিজিবি খুলনা।

বেনাপোল সীমান্তে তাড়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় পাচারকারি আটক হয়নি বলে বিজিবি জানিয়েছে। উদ্ধার সোনার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

মঙ্গলবার ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান।

বিজিবি কর্মকর্তা জানান, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় বিজিবির একটি টহলদল অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দুইজনকে আসতে দেখে বিজিবির টহলদল থামার নির্দেশ দিলে তারা কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেল তল্লাশি করে একটি গামছায় মোড়ানো অবস্থায় ৩০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন তিন কেজি ৪৯৮ গ্রাম এবং বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানান বিজিবির কর্মকর্তা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ