আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৭:১৮

বিজয়ের পর যে ৪ টি বিষয় স্পষ্ট করলেন মোদী

চেতনা মুখার্জি, মহারাষ্ট্র (ভারত): ফলাফল কার্যত স্পষ্ট, আগের বারের চেয়েও বেশি আসন নিয়ে সরকার গঠন করছে বিজেপি। বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় বিজেপি তথা এনডিএ। সপ্তদশ লোকসভা ভোটের ফল স্পষ্ট হতেই সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী যদিও আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছন, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সব শরিক দলকে নিয়ে সরকার গঠন করবেন তিনি।

দেখে নেয়া যাক দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে অসীন হয়ে তিনি কী বলেন…

– গণতন্ত্রের এই উৎসবে, গণতন্ত্রের জন্য যে সব মানুষ প্রাণ দিয়েছেন, যে সব মানুষ আহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। গণতন্ত্রের ইতিহাসে গণতন্ত্রের জন্য মৃত্যু বরণ করা, আগামী প্রজন্মকে প্রেরণা দেবে

– গণতন্ত্রের প্রতি ভারতবাসীর দায়দায়িত্ব সারা বিশ্বকে স্বীকার করতে হবে।

– এই দেশবাসীকে আমি প্রণাম করি

– আজ এই ফকিরের ঝোলা পূর্ণ করে দিয়েছে দেশবাসী

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত