আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:১২

বিদেশে পাঠানোর নামে ৬০ লক্ষ্য টাকা প্রতারনায় মামলা।

বিদেশে পাঠানোর নামে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। সদর উপজেলার রামনগর গ্রামের জুলফিকার আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩২) মামলাটি করেন। আসামি করা হয়েছে ঢাকার ওয়ারী এলাকার আরকে মিশন রোডের মৃত সৈয়দ তোফাজ্জেল হোসেনের ছেলে সৈয়দ মেহেদী হাসান রুদ্রকে (৩৩)।

এজাহারে রাশেদুল ইসলাম উল্লেখ করেছেন, তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। সেই সুবাদে রুদ্রর সাথে তার পরিচয় হয়। সে জানায় বিদেশে লোক পাঠানো একটি লাভজনক ব্যবসা। তার ফায়ার ফ্লাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামে একটি কোম্পানি আছে। তিনি তার অফিসে মাঝেমধ্যে যেতেন এবং লোকজনকে বিদেশে পাঠানোর বিষয়ে নানা রকম কথা বলতেন। তিনি বিভিন্ন লোকজনের সাথে কথা বলে ১৮টি পাসপোর্ট রুদ্রর হাতে তুলে দেন সেই সাথে বিভিন্ন সময় মোট ৫৯ লাখ ৬৩ হাজার ৫শ’ টাকা দেন। কিন্তু টাকা নেয়ার পর সে ১০টি ভিসা দেয়। তার প্রত্যেকটি জাল। তিনি এই বিষয়ে কথা বলেন এবং টাকা ফেরৎ চান। কিন্ত তারা কোনো টাকা দেয় না। গত ৩০ জানুয়ারি তিনি যশোরের চারখাম্বার মোড়ে তার শাখা অফিসে আসেন এবং সেখানে টাকা চাইলে তার সাথে খারাপ ব্যবহার করে টাকা দেবে না বলে জানায়। পরে তিনি এই ঘটনায় আদালতে একটি পিটিশন দাখিল করেন। ওই পিটিশনটি গত শুক্রবার কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে।

আরো সংবাদ