আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০২

বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারস্থ জনৈক মোঃ ইমন আলী (৩২), পিতা-মৃত ইউসুফ আলী এর বাড়ীর পশ্চিম দিকে, কানসাট হতে সোনামসজিদ গামী পাঁকা রাস্তার পূর্ব দিকে খোলা জায়গায় কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৬ ডিসেম্বর ২০২২ ইং তারিখ ১৯:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট-৪০১০ (চার হাজার দশ) পিচ, (খ) নগদ (এক হাজার) টাকা সহ আসামী ১। মোঃ শহিদুল (৪০), পিতা-মোঃ ইলিয়াছ আলী, মাতা-বগিআরা বেগম, সাং-নামো চাকপাড়া, ইউপি-শাহাবাজপুর (৯নং ওয়ার্ড), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

আরো সংবাদ