আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৪১

বিপুলের সহযোগী পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি: শাহীন চাকলাদারের রাজনীতি করলেই পরপারে

আবুল বারাকাত :  ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের সহযোগী পরিচয় দিয়ে যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আব্দুল্লাহ আল মাসুদ হিমেল এবং তার পরিবারকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে এমন অভিযোগে কোতয়ালী মডেল থানা ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করেছেন শরীফ আব্দুল্লাহ আল মাসুদ হিমেল।

থানা পুলিশের ডায়েরি সূত্রে জানা গেছে, যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আব্দুল্লাহ আল মাসুদ হিমেল (৩৫) পিতা – শরীফ আবদুল্লাহ আল মুকিত, সাং- সার্কিট হাউজ পাড়া খড়কী যশোর – ৭৪০০ কে গতকাল ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টা ২৯ মিনিটে (০১৭৫৫-৭৪৩৩৮৪) নম্বর থেকে নাম পরিচয় গোপন রেখে আব্দুল্লাহ আল মাসুদ হিমেলের মুঠোফোন নম্বর (০১৭১৬-৬২০৪৯২) তে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের সহযোগী পরিচয় দিয়ে যশোর জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা হিমেল সহ স্বপরিবারে প্রাণনাশের হুমকি দিয়েছে।

মুঠোফোনের অপর দিক থেকে নাম পরিচয় গোপন করা বিপুলের অনুসারী পরিচয়দানকারী ঐ ব্যক্তি যশোর শহরের খড়কিতে বসবাস করে যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সংসদ সদস্য শাহীন চাকলাদারের সাথে রাজনৈতিক সম্পর্ক রাখলে  সপরিবারে পরপারে চলে যেতে হবে এমন হুমকি দিয়েছে ।

পুলিশের ডায়েরিতে উল্লেখ করা হয় একই ফোন নম্বর ০১৭৫৫-৭৪৩৩৮৪ থেকে গতকাল দুপুর ১২.৩৯ মিনিটে শরীফ আব্দুল্লাহ আল মাসুদ হিমেলের আম্মার মুঠোফোন নম্বর ০১৭১১-২৪৮২৪৬ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

ডায়েরিতে হিমেল নিরপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করে আলোচ্য বিষয়টি বিবেচনা পূর্বক কোতয়ালী মডেল থানা ইনচার্জ বরাবর আশু ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।

আরো সংবাদ