আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৭

বিমানবাহিনীতে চাকরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে আটক দুইজন রিমান্ডে

বিমান বাহিনীর স্টোরম্যান পদে চাকুরী দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে সাবেক বিমানবাহিনীর এক কর্মচারীসহ আটক দুইজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আটক সাবেক কর্মচারী অহেদুজ্জামান খুলনা জেলার তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

বর্তমানে তিনি যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। তার সহযোগী মীর আশরাফুল ইসলাম ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাজিপাড়া গ্রামের মীর মনিরুল ইসলামের ছেলে।

এ রআগে এ ঘটনায় যশোর বিমানবাহিনীর ৩ প্রেভোস্ট ও নিরাপত্তা ইউনিটের ওয়ারেন্ট অফিসার সাহিনুর ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৯ সালের পহেলা সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ২৩ জুলাই পর্যন্ত বিমানবাহিনীর লস্কর পদে কর্মরত ছিলেন। চাকরী জীবনে তারবিরুদ্ধে বিমান বাহিনীর ঘাটি অভ্যান্তরে চুরি সহ নানা অপরাধে জড়িয়ে পরে। এসব বিষয়নিয়ে ২০১১ সালের ৭ আগস্ট যশোর কোতোয়ালি থানায় মামলা হয়। নিজ দপ্তরে বিভাগীয় মামলাও রুজু হয়। একপর্যায় ২০১৭ সালের ২০ ফেব্রয়ারি থেকে তাকে বিভাগীয় শৃংখলামুলক ব্যবস্থা হিসেবে তাকে বাধ্যতামুলক অবসর প্রদান করা হয়।

এরপর থেকে তিনি বিমান বাহিনীতে অবৈধ কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময় মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে বিমানবাহিনীর কর্মকর্তাদের জাল সীল ব্যবহার করে ভুয়া নিয়োগ প্রদান করে আসছেন। এর ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট বিমানবন্দর এলাকা থেকে তাকে ও তার এক সহযোগীকে হেফাজতে নেয়া হয়।

এসময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র ও দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। একই সাথে তিনি স্বীকার করেন প্রায় নানা ধরণের প্রতারণা করেন অহেদুজ্জামান।

পরে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। একই সাথে রিমান্ড আবেদন জানান, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই সেকেন্দার আবু জাফর পাঁচদিনের রিমান্ড আদেন জানান। সোমবার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত