আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০৮

বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা সালাম চাকলাদারের দোয়া মাহফিল আজ

যশোরের পরিচিত মুখ, যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির বড়ভাই বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাকলাদারের রুহের মাগফিরাত কামনা করে আজ দোয়া অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকাল ৩ টায় যশোর শহরের কাঁঠালতলা নিজ বাসভবন সংলগ্ন ও কাঁঠালতলা ঈদগাহ মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করবেন। দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে যশোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন মরহুমের স্বজনরা।

বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাকলাদার কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে আব্দুস সালাম চাকলাদার স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি যশোর বাস মালিক সমিতির নেতা ছাড়াও স্বনামধন্য চাকলাদার পরিবহনের স্বত্বাধিকারী ছিলেন। এছাড়া তিনি জেলা জ্বালানি পরিবেশক সমিতির সহ-সভাপতি, যশোর শহরের কাঁঠালতলা জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমুখী নানা কাজে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত