আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১০:৩৭

বিষে হত্যার রহস্য উদঘাটন; মূল ঘাতক সাগর আটক

যশোর জেলা প্রতিনিধি: যশোরে চাঞ্চল্যকর আমিনুর রহমান ওরফে বিষে হত্যার মূল ঘাতক সাগরকে আটক করেছে পুলিশ। এর আগে গত ২৪ ডিসেম্বর এ হত্যা মামলায় আরও ৩ জনকে আটক করে পুলিশ।

যশোর সদর উপজেলাধীন আরবপুর ইউনিয়নে আরবপুর মোড় নামক স্থানে একাধিক মামলার আসামি বিষে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মূলহোতা আসামি সাগরকে শনিবার ভোরে আটকসহ হত্যাকান্ডে ব্যবহৃত চারটি বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে বিষে হত্যার রহস্য উদঘাটনের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার একটি প্রেস ব্রিফিং করেন। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইন জবানবন্দি গ্রহণ শেষে আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত ও পুলিশ সূত্র জানা যায়, সাগর হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে, ১ টি বালির ঢিবি কেনা নিয়ে বিষের সাথে পার্টনারশিপ হয়। ওই সময় পার্টি তাকে যে টাকা দিয়েছিল তার দ্বিগুণের বেশি টাকা বিষেকে দেয়া হয়। এরপর বিষে সাগরের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না পেয়ে ঐদিন বিষে সাগরকে মারপিট করে। পরে সাগর অন্য আসামিদের কে ডেকে এনে আরবপুর মোড়ে গিয়ে বিষেকে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর যে যার মত সটকে পড়ে।

এ ঘটনায় নিহতের ভাই শুভ হাওলাদার থানায় মামলা করেন। মামলায় তিনি বলেন, তার ভাই মৃত আমিনুর রহমান ওরফে বিষে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। আসামি সাগর ও তার ভাই একসাথে বালির ব্যবসা করতেন। পাওনা টাকা না দিয়ে দ্বন্দ্বে বিষে কে হত্যা করা হয়। 

গত ২৪ ডিসেম্বর এ হত্যা মামলায় আটক আরও ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা হলেন বালিয়া ভেকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম আকাশ, মৃত আনসার আলীর ছেলে তরিকুল ইসলাম কর্ণ, ও কে এম শামসুদ্দিন এর ছেলে নাঈম। তারা সকলেই হত্যার সময় স্পটে থাকার কথা ও জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত