আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:২৩

বিসিডিএস ভবনে আগুন পুড়ে গেছে বিচিত্রার গোডাউন

স্টাফ রিপোর্টার।। শুক্রবার সকালে যশোরের একটি ওষুধের দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার মালামাল বিনষ্ট হয়েছে। 
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। 


শহরের মাইকপট্টি এলাকায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ৪র্থ তলায় বিচিত্রা সার্জিকেলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি এএম জামাল উদ্দিন বিলু বলেন, সকাল ৬টার দিকে খবর পাই, বিচিত্রার গোডাউনে আগুন লেগেছে। দমকল বাহিনীকে আগে খবর দিয়ে ঘটনাস্থলে আসি। তাদের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভায়।
প্রতিষ্ঠানের মালিক নব কুমার বলেন, সকালে খবর পাই দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়েছে। গোডাউনে ১০ লাখ টাকার অধিক বিভিন্ন সার্জিকেলের মালমাল ছিল। কমপক্ষে ৫ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।


যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, আমরা মার্কেটের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সাকির্টের কারণে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।

আরো সংবাদ