আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:০৬

বুধবার যশোর জেলার ৪১ নমুনা পজেটিভ

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পরীক্ষা শেষে আজ বুধবার যশোর জেলার ১৪৩টি নমুনা পরীক্ষা করে ৪১ টি নমুনা পজেটিভ এবং ১০২ টি নমুনা নেগেটিভ আসে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে যশোর জেলার ১৪৩ টি নমুনা পরীক্ষা করে বুধবার এই ফলাফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন যশোর জেলার মোট ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১টি পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার যশোর জেলায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ১৪১৯। এদের মধ্যে মারা গেছেন ২০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬১৫ জন।
পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি সকালেই সংশ্লিষ্ট যশোর জেলার সিভিল সার্জনের অফিসে পাঠানো হয়েছে। যশোরের পজেটিভ নমুনাগুলোর মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা এখনো জানা যায়নি।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিকানা নিশ্চিত হয়ে সেসব এলাকা লকডাউন করা হবে বলে তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত