আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৭

বৃষ্টি থামবে রোববার।

পৌষের শীতের সঙ্গে শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে বৃষ্টি যোগ হওয়ায় বেড়েছে ঠান্ডার তীব্রতা। রাজধানীতে রাত থেকে বৃষ্টি ঝরছে, সঙ্গে হিম হাওয়া। সাপ্তাহিক বন্ধের দিন বলে অফিসগামী মানুষ ঝক্কি থেকে রক্ষা পেয়েছে। তবে সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপদে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে আগামীকাল পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। এছাড়াও সারাদেশে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।আগামী ১০ তারিখের পরে মাঝারি শৈত্য প্রবাহের আশঙ্কার কথাও জানাচ্ছে আবহাওয়া অফিস।

আরো সংবাদ