আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫৭

বেগম রোকেয়া দিবস উপলক্ষে সম্মাননা প্রদান

 

 

বেগম রোকেয়া দিবসের” সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”এই স্লোগানকে সামনে রেখে কালাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার ৯ডিসেম্বর উপজেলা হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্তার সহয়োগিতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবানা আক্তার, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা কাজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাহফুজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো.ফজলুর রহমান, কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, শিরটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাজান, উপজেলা জাতীয় মহিলা সং¯’ার চেয়ারম্যান ও জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস রতœা রশীদ, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. মাহবুবুল হাসান প্রমুখ।
এ সভায় বক্তারা বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নারী নির্যাতন প্রতিরোধে নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপ¯ি’ত ছিলেন- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার এনজিও এবং সে”ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দরা।
উক্ত আলোচনা অনুষ্ঠান শেষে পাঁচ ক্যাটাগরিতে উপজেলার পাঁচ শ্রেষ্ঠ জয়িতাদের হাতে ক্রেষ্ট এবং সনদ প্রদান করা হয়।

আরো সংবাদ