আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২৬

বেনা‌পো‌লে কাস্টমস হাউ‌জের ম‌ধ্যে থে‌কে ৪ টি ওয়্যান শুটারগান উদ্ধার

বেনাপোল কাস্টমস হাউ‌জের ম‌ধ্যে থে‌কে প‌রিত্যাক্ত অবস্থায় ৪ টি ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার হ‌য়ে‌ছে। রোববার সন্ধ্যা সা‌ড়ে ৬ টার সময় বেনা‌পোল পোর্ট থানা পু‌লিশ অস্ত্রগু‌লি উদ্ধার ক‌রে।
‌পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হো‌সেন ভুইয়া ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে কাস্টমস হাউ‌জের প‌রিত্যাক্ত এক‌টি ঘর থে‌কে ৪টি ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার করা হয়। এ বিষয় তদন্ত ক‌রে জানা যা‌বে কি ভা‌বে কারা এ পিস্তল এখা‌নে রে‌খে‌ছে।

আরো সংবাদ