আজ - শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৩৪

বেনাপোল দৌলতপুর জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানায় ৪ হাফেজকে পাগড়ী প্রদান

যশোর জেলার শার্শা উপজেলায় স্থলবন্দর বেনাপোলের দৌলতপুর সীমান্তে অবস্থিত জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানায় সদ্য কোরআন মুখস্তকারী নতুন চারজন হাফেজদের পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নতুন কোরআনে হাফেজকে স্বীকৃতিস্বরূপ পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার(১৪ জানুয়ারি ) বাদ জোহর মাদ্রাসা ভবনে পাগড়ি প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি থেকে চারজন শিক্ষার্থী পবিত্র কোরআন মজিদ হিফজ সম্পন্ন করায় তাদেরকে পাগরী পড়িয়ে দেন ৷ অনুষ্ঠানের প্রধান অতিথি দান বীর, সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ,কে,এম আতিকুজ্জামান সনি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ,কে,এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতি আব্দুস সামাদ কাশেমী বলেন, আজকের বিশ্বে চলমান অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে দিনে দিনে আমরা আল্লাহ ও তার রাসুলের পথ থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের এখনও সময় আছে আল্লাহ ও তার রাসুলের পথে ফিরে আসার।তাহলেই পৃথিবী হবে শান্তির নিবাস। আপনারা সবাই এতিমের পাশে থাকবেন, তাদের সেবা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আজীবন এ সকল, এতিম অসহায় কোরানের পাখিদের খেদমত করতে পারি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়াঁ।আরও উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আঃ গফ্ফার সরদার বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, ইউপি সদস্য আলমগীর ও তৌহিদুর র‍হমান, সীমান্ত ক্লাব বেনাপোলের সাংবাদিকবৃন্দ প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

এতিমখানাটির ২৪ জন ছাত্রকে টুপি,তাজবীহ ও আতর দিয়ে পুরস্কৃত করা হয়। হাফেজদের অভিভাবকদের কেও পুরস্কৃত করা হয়।

চার জন হাফেজের নাম, হাফেজ মোঃ সাহেব আলী, মোঃ মাহিন হোসেন, মোঃ মেহেদী হাসান শান্ত, মোঃআবু সালমান।

আরো সংবাদ