আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৫৪

বেনাপোল সীমান্ত থেকে চিতা বাঘ উদ্ধার

 

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে ইছামতী নদী পার হয়ে আসা একটি চিতাবাঘ উদ্ধার করেছে শার্শা উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।

সোমবার (২০ জুন) সকাল ১১টার সময় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে বাঘটিকে উদ্ধার করা হয়।

চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। পরে, তারা বন বিভাগে খবর দিলে সেখান থেকে চিতা বাঘটি উদ্ধার করে নিয়ে যান বন বিভাগের কর্মকর্তারা।

এ সময় স্থানীয়দের ধাওয়ায় বাঘটি প্রাণ বাঁচাতে একটি বড় গাছে উঠে জীবন রক্ষা করে। এসময় বাঘটিকে দেখার জন্য গাছের নিচে ভীড় করে এলাকার মানুষজন।

বাঘটি উদ্ধারের সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->