আজ - মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ২:৪২

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নাজিম উদ্দীন জনি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৪৪৭ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।রবিবার (৯ জানুয়ারী) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর খেয়াঘাটপাড়া এলাকা থেকে তাদের আটক করে পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার কাগমারী (এ/পি সাং-ভবেরবেড়) গ্রামের মৃতঃ আহম্মেদ খাঁর ছেলে শাহ আলম (৪০), একই এলাকার শাহ আলমের ছেলে আরজু ইমরান (১৯) ও বড় আচঁড়া গ্রামের মৃতঃ মঞ্জুরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার সীমান্ত গ্রাম সাদিপুর খেয়াঘাটপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে ৪৪৭ বোতল ফেনসিডিল সহ তাদেরকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত